
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে উত্তর ২৪ পরগনা-সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। কিন্তু সেই ঝড় বৃষ্টির ব্যাপকতা যে উত্তমকুমারের পরিবারের উপর পড়বে, তা কেউ কখনও ভাবেননি। বাসিন্দাদের মন খারাপ। কালবৈশাখী দাপটে মহানায়কের স্মৃতি বিজড়িত প্রাচীন অশ্বত্থগাছ পুরোপুরি ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে চট্টোপাধ্যায় পরিবারের শীতলা মন্দিরও।
উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতের দক্ষিণপাড়ার শীতলাতলায় উত্তমকুমারের আদি নিবাস। মহানায়কের শৈশব সেখানেই কেটেছে। ভাই তরুণকুমারও শীতলতলার বাড়িতেই থাকতেন। উত্তমকুমার ও তরুণকুমার এই বাড়ি থেকে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় যেতেন। শুটিং সেরে আবার রাতে বারাসতের বাড়িতে ফিরে আসতেন। পরে অবশ্য মহানায়ক ও তাঁর ভাই কলকাতায় থাকা শুরু করেন। বারাসতের দক্ষিণপাড়া শীতলাতলায় তবু আজও উত্তমকুমারের স্মৃতি ঘোরাফেরা করে। বাসিন্দারা উত্তমকুমারকে নিয়ে গর্ব করেন।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়। বারাসতের কয়েকটি ওয়ার্ডে কালবৈশাখী ঝড়ের ব্যাপক প্রভাব পড়ে। কয়েকটি বড় গাছ ভেঙে পড়ে। কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার মধ্যে রয়েছে ৩০ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া শীতলাতলাও। সেখানেই মহানায়ক উত্তমকুমারের আদি নিবাস। বাসিন্দারা জানিয়েছেন, বহু বছর আগে ওই শীতলতলাতেই মহানায়কের পরিবার শীতলা মন্দির নির্মাণ করেছিলেন। নিয়ম করে প্রতিবছর বৈশাখ মাসে ওই মন্দিরে শীতলা পুজো হয়। ওই শীতলা মন্দিরের গায়েই রয়েছে শতবর্ষ প্রাচীন এক অশ্বত্থ গাছ। ওই অশ্বত্থগাছের তলায় ছেলেবেলায় উত্তমকুমার ও তরুণকুমার পাড়ার ছেলেদের সঙ্গে খেলা করতেন। বৃহস্পতিবার রাতের কালবৈশাখী ঝড়ে উত্তমকুমারের স্মৃতি বিজড়িত সেই গাছ পুরোপুরি ভেঙে পড়েছে।
শুক্রবার বারাসতের দক্ষিণপাড়ার শীতলা মন্দিরে বাৎসরিক পুজো হওয়ার কথা ছিল। পুজোয় উত্তমকুমারের পরিবারের বর্তমান প্রজন্মের বেশ কয়েকজনের আসারও কথা ছিল। কিন্তু কালবৈশাখী ঝড়ে অশ্বত্থগাছ ও মন্দির পুরোপুরি ভেঙে পড়েছে। খবর পাওয়ার পর বারাসতের পুরপ্রধান অশনি মুখোপাধ্যায়-সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা রাত জেগে সেই গাছ কেটে মন্দির মেরামতের চেষ্টা শুরু করেছেন। কিন্তু শেষ রক্ষা হল না। ওই মন্দিরে পুজো করার মতো আর পরিস্থিতি নেই। জলে-ফুলে কোনওরকমে এবার পুজো হবে। পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় বলেন, 'দক্ষিণপাড়ার শীতলা মায়ের মন্দির ও অশ্বত্থগাছের সঙ্গে উত্তমকুমার ও তাঁর পরিবারের লোকেদের স্মৃতি জড়িয়ে রয়েছে। রাতের কালবৈশাখী ঝড়ে সেই গাছ ও মন্দির ভেঙে পড়েছে। ওই অশ্বত্থগাছ ও মন্দির ঘিরে বাসিন্দাদের একটা আবেগ রয়েছে। কালবৈশাখীর ঝড়ে ইতিহাসের সেই স্মৃতি মুছে গেল।'
মহানায়কের পরিবার মন্দির নতুন করে নির্মাণের আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। তাতে বারাসতের বাসিন্দারা খুশি। মন্দির হয়তো আবার গড়ে উঠবে। কিন্তু মহানায়কের স্মৃতি বিজড়িত সেই অশ্বত্থ গাছ আর ফিরে পাওয়া যাবে না।
কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?
‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের
এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি
শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ
স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪
বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ
অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা
'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার
চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়
হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের
বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন
ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা
লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া
গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ!
খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত